‘বঙ্গবন্ধু হত্যার প্রকৃত ধারণার জন্য জাতীয় তদন্ত কমিশন দরকার’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক, সমর্থনকারী, সবকিছু মিলিয়ে জাতিকে প্রকৃত একটি ধারণা দিতে গেলে জাতীয় তদন্ত কমিশন করা দরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, ‘একটি শ্বেতপত্র প্রকাশ করা দরকার। তদন্ত কমিশন ও শ্বেতপত্র জাতিকে সব বিভ্রান্তি থেকে মুক্তি দেবে। এতে খণ্ডিত ইতিহাস চর্চার সংকট থেকেও আমাদের বাঁচাবে।’

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন তিনি।

জাসদ সভাপতি বলেন, ‘১৪ দলীয় জোট এখনও সক্রিয় রয়েছে। জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে এ জোট গঠন করা হয়েছিল। আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গি চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই তাদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।’

এ সময় বাগেরহাট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও জাসদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।