খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বিকল্প রিং বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জোয়ারের সময় প্রতাপনগর মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশের বাঁধ ভেঙে যায়। প্রথমে সামান্য ঘোগা ও ঘোগাটি বড় আকার ধারণ করে প্রায় একশ ফুট রাস্তা ভেঙে এলাকা প্লাবিত হয়েছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, জোয়ারের চাপে খোলপেটুয়া নদী বন্যাতলা নামক স্থান থেকে রিং বাঁধ ভেঙে যায়। এতে প্রতাপনগর তালতলা, মাদারবাড়িয়া, কুড়িকাহনিয়া, কল্যাণপুরসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়িসহ কয়েকশ বিঘার মৎস্য ঘের তলিয়ে গেছে। চারদিকে শুধু পানি আর পানি।

তিনি বলেন, এলাকাবাসীর উদ্যোগে বিকল্প রিং বাঁধ আটকাতে কাজ চলছে। ভাঙন পয়েন্টে রিং বাঁধ দিয়ে শনিবারের মধ্যে ভাঙন বাঁধ আটকানো সম্ভব না হলে প্রতাপনগর ইউনিয়নটি আবারও পানিতে তলিয়ে যাবে।