হেলপার ঘুমাচ্ছিলেন ট্রাকের নিচে, চালক উঠে দিলেন টান

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ইব্রাহিম হোসেন (১৫) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ ইমরান ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন সদর উপজেলার গাইটঘাট গ্রামের রেলপাড়ার শরিফ উদ্দিনের ছেলে। তিনি ওই ট্রাকের চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাস্থল থেকে ট্রাক ও চালক সাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে মালবোঝাই ট্রাকটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় চালকের ঘুম এলে ইমরান ফিলিং স্টেশনের সামনে গাড়িটি রাখেন চালক। পরে চালক সাইদুল ইসলাম ভেতরে এবং সহকারী ইব্রাহিম ট্রাকের নিচে বিছানা করে ঘুমিয়ে পড়েন। সকালে চালকের ঘুম ভাঙলে তিনি ট্রাকটি চালু করে সামনে নিতে গেলে ইব্রাহিম ঘুমন্ত অবস্থায় চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় আটক করা হয় চালক সহিদুলকে ও ট্রাকটি জব্দ করা হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে আটক ট্রাকচালককে।