নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে মিষ্টিমুখ করালেন এমপি নাবিল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় গণবিজ্ঞপ্তি জারি করে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির। এদিন বিকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান এবং শুভ্চ্ছো জানিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ।

মিষ্টিমুখ করাচ্ছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদযশোর নির্বাচন অফিসের সিনিয়র নির্বাচন অফিসার, রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আগামী ৭ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। এ বছরের ৩ জুন উপজেলা চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরার মৃত্যুতে পদটি শূন্য হয়। এই নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মুফতি নূরুল আমিন ও স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রহমান কাকন মৃধা মনোনয়ন জমা দেন। যাছাই-বাছাইয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রহমান কাকন মৃধার মনোনয়ন বাতিল হয়। রবিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওইদিন জাতীয় পার্টির প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেন। তাই এই নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী ছিলেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।’

গণবিজ্ঞপ্তিতে সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবির উল্লেখ করেন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে একমাত্র প্রার্থী হওয়ায় উপজেলা জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩-এর ২৪(১) অনুযায়ী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।