X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

২৫ মার্চ গণহত্যার উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে নিঃশেষ করা: কাজী নাবিল এমপি

যশোর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৪, ২২:২৯আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২২:২৯

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘২৫ মার্চ গণহত্যা ছিল বর্বরোচিত এবং ন্যক্কারজনক হামলা। মধ্যরাতে পেছনের দরজার ষড়যন্ত্র সফলের জন্য এই নারকীয় হত্যাকাণ্ড চালায় হানাদার বাহিনী। কিন্তু বাঙালি জাতি ভীত নয়। সাহস ও বলিষ্ঠতার সঙ্গে বীরদর্পে এগিয়ে যায়। মহান স্বাধীনতার যুদ্ধ তারই প্রমাণ। মাত্র ৯ মাসের যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর বাঙালি দেশ স্বাধীন করে ফেলেছিল।’

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে দীপশিখা প্রজ্জ্বলন ও আলোর মিছিলে নেতৃত্ব দেন তিনি।

পাকিস্তানি হানাদার বাহিনীর পূর্বপরিকল্পনা ছিল বাঙালি জাতিকে নিঃশেষ করা, বর্বর জাতিতে পরিণত করা উল্লেখ করে কাজী নাবিল এমপি বলেন, ‘২৫ মার্চ বাঙালির ইতিহাসে কালরাত। অপারেশন সার্চলাইট নামে নির্বিচারে বাঙালি জাতিকে হত্যা করেছিল হানাদার বাহিনী। বঙ্গবন্ধু বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন, পাকিস্তানিরা কখনও বাঙালির বন্ধু হতে পারে না। যেকোনো মূল্যে তারা বাঙালিকে দমন করবে। তাদের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে চিরতরে ধ্বংস করা। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্যের মাধ্যমে বাঙালি জাতির কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়।’ 

দীপশিখা প্রজ্জ্বলন ও আলোর মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন জানিয়ে এমপি কাজী নাবিল বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের পাকিস্তানিদের দাসত্ব থেকে মুক্ত করেছেন। একটি স্বাধীন সার্বভৌম জাতি হওয়ার গৌরব এনে দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই জাতীয় স্বার্থে সবাইকে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিতে হবে।’  

যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা,  সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন।

/এএম/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল