সাতক্ষীরার ২১ ইউপির ৯টিতে আ.লীগের জয়

সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নয়জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ১০ জন। তাদের মধ্যে আওয়ামী লীগের সাত ও বিএনপির তিনজন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টির একজন এবং জামায়াতে ইসলামীর একজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচিত নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

তালা উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাঁচ, ওয়ার্কার্স পার্টির এক, বিএনপি সমর্থিত স্বতন্ত্র দুই, জামায়েত ইসলামী সমর্থিত স্বতন্ত্র এক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুইজন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তারা হলেন—ধানদিয়া ইউনিয়নে মো. জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র, বিএনপি সমর্থিত), নগরঘাটায় কামরুজ্জামান লিপু (নৌকা), ইসলামকাটিতে অধ্যাপক গোলাম ফারুক (স্বতন্ত্র, জামায়াত সমর্থিত), খলিলনগরে প্রভাষক প্রনব ঘোষ বাবলু (নৌকা), তালা সদর ইউনিয়নে সরদার জাকির হোসেন (নৌকা), তেঁতুলিয়ায় আবুল কালাম আজাদ (নৌকা), মাগুরায় গনেশ চন্দ্র দেবনাথ (নৌকা), খেসরায় কামরুল ইসলাম লাল্টু (স্বতন্ত্র, আ.লীগ), খলিষখালিতে অধ্যাপক সাবির হোসেন (ওয়ার্কার্স পার্টি), জালালপুরে এম মফিদুল হক লিটু (স্বতন্ত্র, বিএনপি সমর্থিত) ও সরুলিয়া ইউনিয়নে আব্দুল হাই মাস্টার (স্বতন্ত্র, আ.লীগ)।

কলারোয়া উপজেলায় ছয়জন স্বতন্ত্র ও চারজন নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। হেলাতলা ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও নয়টি ইউনিয়ন পরিষদের ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়। গণনা শেষে চারজন নৌকা ও ছয়জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস। 

নির্বাচন অফিস সূত্র জানায়, কলারেয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের নৌকার মনোনিত প্রার্থী বেনজির হোসেন হেলাল জয়লাভ করেছেন। কয়লা ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আসাদকে হারিয়ে জয়লাভ করেছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নিশান হোসেন জয়লাভ করেছেন।

যুগিখালী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল হাসান আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওজিয়ার রহমানকে হারিয়ে জয়লাভ করেছেন। দেয়াড়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মাহবুবুর রহমান মফে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম হোসেনকে হারিয়ে জয়লাভ করেছেন। হেলাতলা ইউনিয়ন পরিষদে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন জয়লাভ করেছেন। 

চন্দনপুর ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ডালিম হোসেন নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মনিরুল ইসলাম মনিকে হারিয়ে জয়লাভ করেছেন। কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন হাবিল জয়লাভ করেছেন। লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী এমএ কালাম নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাস্টার নূরুল ইসলামকে হারিয়ে জয়লাভ করেছেন। জয়নগর ইউনিয়ন পরিষদের অটোরিকশা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিশাখা তপন সাহা জয়লাভ করেছে।

এদিকে ২১টি ইউনিয়নের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশাখা তপন সাহা। তিনি কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। বিশাখা তপন সাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের শামসুদ্দিন আল মাসুদ বাবু। নবনির্বাচিত বিশাখা তপন সাহার স্বামী তপন সাহা ছিলেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।  

সবচেয়ে কম ব্যবধানে জয়-পরাজয় হয়েছে তালার খলিষখালিতে। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোজাফ্ফর রহমান পেয়েছেন ৬ হাজার ১৭৫ ভোট এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী অধ্যাপক সাবির হোসেন পেয়েছেন ৬ হাজার ১৮৮ ভোট। ১৩ ভোটের ব্যবধানে অধ্যাপক সাবির হোসেনের কাছে হেরেছেন সাংবাদিক মোজাফ্ফর রহমান। ভোট গণনা শেষে সোমবার মধ্যরাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।