বাগেরহাটে ১৮টি হরিণের চামড়াসহ আটক ২

বাগেরহাটে ১৮টি হরিণের চামড়াসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারের কাশেম প্লাজায় অভিযান চালিয়ে হরিণের চামড়াসহ তাদের আটক করা হয়। এ সময় চোরাকারবারিদের ব্যবহৃত ২টি মেবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা জব্দ করেন র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার (১৬ অক্টোবর) র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি  বজলুর রশীদ এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন— বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বহরবনিয়া এলাকার মৃত রফিজ উদ্দিন ফরাজীর ছেলে আব্দুল হাকিম (৫০) এবং শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মৃত আলী মিয়ার  ছেলে মো.কামরুল ইসলাম (৩৫)।

শুক্রবার বিকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র‌্যাব। একইসঙ্গে  হরিণের জব্দ করা চামড়াসহ আটক ব্যক্তিদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি  বজলুর রশীদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে বারাকপুর বাজারের কাশেম প্লাজায় অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে হরিণের চামড়াসহ আটক করা হয়।’ শুক্রবার মামলা দায়েরের পর তাদেরকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি বাগেরহাট জেলা পুলিশ শরণখোলা থেকে ১৯টি হরিণের চামড়াসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছিল।