র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই করে ধরা

যশোরে র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর আট লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় ধরা পড়েছেন আমিনুল ইসলাম (৩৮) নামের এক যুবক। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। রবিবার রাত ৮টার দিকে যশোর শহরতলীর ধর্মতলা মোড়ে এ ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম সদরের ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামের শেখ সবুরের ছেলে। যশোর শহরের কারবালা এলাকার বাসিন্দা মো. আব্দুল হক জানান, তিনি জাপানি টোব্যাকোর ডিলারশিপ নিয়ে ব্যবসা করেন। রাতে বেনাপোল থেকে সোহাগ পরিবহনে যশোরে নামেন। তার কাছে একটি ব্যাগে ৮ লাখ ৬ হাজার টাকা ছিল।

তিনি বলেন, বাস থেকে ধর্মতলায় নামার পর র‌্যাব পরিচয়ে এক যুবক আমার হাতের টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। আমারর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং আমিনুলকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি র‌্যাবের সোর্স।