এলপি গ্যাস প্ল্যান্টের লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

মোংলা বন্দর শিল্পাঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাস প্ল্যান্টের সঞ্চালন লাইনে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দগ্ধ শ্রমিকরা হলেন– মোংলার শেলাবুনিয়া এলাকার শাহ আলমের ছেলে সাইফুল (৩০), রামপাল উপজেলার ফয়লা বাজারের রফিক শেখের ছেলে তরিকুল ইসলাম (২৮), খুলনার বটিয়াঘাটা উপজেলার কেরডডন গ্রামের নুরুল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের সোনাতুনিয়ার ইনসান শেখের ছেলে আজিম (৩১), একই উপজেলার পেড়িখালী গ্রামের আরজ আলীর ছেলে ইমরান (২৯), আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)। তাদের অধিকাংশের মুখ, হাত, পা, গলা, বুকসহ বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে।

ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও স্থানীয়রা জানান, ঘটনার সময় শ্রমিকরা কাজ করছিলেন। সিলিন্ডারে গ্যাস ভরার সময় হঠাৎ সঞ্চালন লাইনে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে ছয় শ্রমিক অগ্নিদগ্ধ হন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার জানান, অগ্নিদগ্ধদের গ্যাস কোম্পানির ব্যবস্থাপনায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।