যশোরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা ও তরুণ নিহত

যশোর সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বাসের ধাক্কায় এক বৃদ্ধা ও ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তরুণ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে যশোর সদরের সাতমাইল ও ফুলবাড়িয়া এলাকায় (যশোর-ঝিনাইদহ মহাসড়ক) এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুমিত্রা দাস (৫৫) ও রাজন আহমেদ (২০)। পরিচ্ছন্নতাকর্মী সুমিত্রা দাস যশোর ফুলবাড়িয়া গ্রামের সুশীল দাসের স্ত্রী। রাজন আহমেদ ফুলবাড়িয়া গ্রামের মো. খোকনের ছেলে। 

হাইওয়ে পুলিশ জানায়, সকালে সুমিত্রা দাস একটি ইঞ্জিনচালিত ভ্যানে ফুলবাড়িয়া থেকে সাতমাইল বাজারে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে সুমিত্রা দাস ঘটনাস্থলেই মারা যান। 

পুলিশ আরও জানায়, রাজন বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সাতমাইল বাজারে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি যশোর-ঝিনাইদহ মহাসড়ক ওঠে। তখন পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজন। বারবাজার হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। 

বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, ঘাতক ট্রাক ও যাত্রীবাহী বাস পালিয়ে গেছে। এ দুই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।