অবৈধভাবে আসা কোটি টাকার শাড়ি-লেহেঙ্গা উদ্ধার

অবৈধভাবে আসা সুন্দরবন থেকে এক কোটি টাকা মূল্যের বিদেশি শাড়ি, লেহেঙ্গা ও চাদর জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোন হলদিবুনিয়া খাল থেকে এসব বিদেশি কাপড় জব্দ করে। এ সময় চোরাচালানি দলের সদস্যরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বুধবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টা পর্যন্ত মোংলা থানাধীন হলদিবুনিয়া খাল সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালায়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা এক কোটি ১৫ হাজার টাকা মূল্যের অবৈধ বিদেশি শাড়ি, লেহেঙ্গা ও চাদর উদ্ধার করা হয়। এর মধ্যে ৮৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা এবং ও ১০০ পিস চাদর  রয়েছে।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। উদ্ধার মালামাল মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।