আড়াই কোটি টাকা আত্মসাৎ, টেকনোলজিস্টের বিরুদ্ধে মামলা

করোনাভাইরাস পরীক্ষার দুই কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় খুলনা জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) প্ৰকাশ কুমার দাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান এই মামলা করেন। 

প্রকাশের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরাধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রকাশ কুমার খুলনা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার ইউজার ফি গ্রহণ করার দায়িত্ব পান। তিনি ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত চার কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আদায় করেন। এর মধ্যে এক কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। বাকি দুই কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা হয়নি।

সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি সন্দেহ হলে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানেও অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এর পর পরই খুলনা সিভিল সার্জন অফিস থেকে গত ২৭ সেপ্টেম্বর খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির কপিসহ অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রকাশের বিরুদ্ধে আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।