নড়াইলে ঠান্ডু সরদারকে হত্যায় যুবকের যাবজ্জীবন

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ইসমাইল ওরফে ঠান্ডু সরদারকে হত্যা মামলায় আসামি সৈয়দ পলাশ ওরফে পলাশ মিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া যুবক পলাশকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাশ জেলার লোহাগড়া উপজেলার ইতনা মধ্যপাড়ার শাহাজাহান মিনার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি সন্ধ্যার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা মধ্যপাড়ার শাহাজাহান মিনার ছেলে সৈয়দ পলাশ বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে ঠান্ডু সরদারকে মোবাইলফোনে কল দিয়ে ডেকে নেন। রাতে আর ঠান্ডুকে তার স্বজনরা খুঁজে পাননি। পরেরদিন ২৩ জানুয়ারি দুপুর ১২টার দিকে ইতনা মধ্যপাড়া গার্লস স্কুল সংলগ্ন মফিজ শেখের মসুরি ও পেঁয়াজ ক্ষেতের মধ্যে ঠান্ডুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ঠান্ডুর মা মোছা. গোলাপী বেগম বাদী হয়ে পলাশকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পলাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ পলাশের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে পলাশ দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।