বিদ্রোহী হওয়ায় আ.লীগের ৯ নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ

২৮ নভেম্বরে তৃতীয় ধাপে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাঁচটি এবং কালিগঞ্জ উপজেলার ১২টিসহ মোট ১৭টি ইউনিয়নে নির্বাচন হবে। এতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় বিদ্রোহী ৯ প্রার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা। 

বিগত ২১ নভেম্বর বিদ্রোহী প্রার্থীদের বরাবর এ বিষয়ে চিঠি পাঠানোর পাশাপাশি জেলা ও কেন্দ্রকে অবহিত করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। 

এ বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের তালিকা করে তাদের সাময়িক বহিষ্কারের চিঠি পাঠানোর জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের বলা হয়েছে। যথা সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফজলুল হক জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হককে সাময়িক বহিষ্কারের বিষয়ে আমি জানি। এছাড়া অন্যদের বহিষ্কারের বিষয়ে আমি অবগত নই।