নির্বাচনের ১৭ দিন পর বিদ্যালয়ে মিললো খালি ব্যালট বাক্স

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১৭ দিন পর খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বিদ্যালয়ে খালি ব্যালট বাক্স পাওয়া গেছে। রবিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাক্সটি উদ্ধার করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাদিরুন্নেছা জানান, গত ১১ নভেম্বর ভোটের পর থেকেই তার টেবিলের নিচে বাক্সটি পড়ে ছিল। তিনি বিদ্যালয়ের অন্যদের বিষয়টি জানিয়েছেন। আজ স্থানীয়রা জানতে পেরে বিদ্যালেয়ে আসেন। এরপর এ নিয়ে আলোচনা শুরু হয়।

রংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদিত্য মণ্ডল বলেন, এই কেন্দ্রটি নৌকার ঘাঁটি। সব নির্বাচনে এখানে হাজার ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। কিন্তু ১১ নভেম্বরের নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী এক ভোটে হেরে যান। তখনই সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পারছিলাম না। এখন ব্যালট বাক্স পাওয়ার পর এই কেন্দ্রে ভোট কারচুপির বিষয়টি পরিষ্কার হলো।

খুলনার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রেই অতিরিক্ত ব্যালট বাক্স থাকে। ওই কেন্দ্রেও ছিল। সব গুছিয়ে আনার পর হয়তো সেটা আনতে মনে ছিল না। খবর পেয়ে থানা পুলিশের মাধ্যমে ব্যালট বাক্সটি উদ্ধার করা হয়েছে।