জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে বাগেরহাটে ফসলের ব্যাপক ক্ষতি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে বাগেরহাটে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুই দিনের অবিরাম বর্ষণে জমিতে পানি জমে নষ্ট হয়ে গেছে শীতকালীন সবজি, ডাল, সরিষা, গম, বীজতলাসহ রবি মৌসুমের নানান ফসল। এতে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুই দিনের টানা বৃষ্টিতে ৩৫ হেক্টর জমির শীতকালীন সবজি, ২০৭ হেক্টর জমির বোরো বীজতলা, ১৫০ হেক্টর জমির রোপা আমন, ১৩৭ হেক্টর জমির সরিষা, ১৬১ হেক্টর জমির খেসারি, ৩০ হেক্টর জমির মসুর ডাল, ২ হেক্টর জমির মটর ডাল ও ১৭ হেক্টর জমির গম ক্ষতিগ্রস্ত হয়েছে।