মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার

হাসপাতালে চিকিৎসাধীন পিতার সামনে ছেলের নিজের গালে জুতা মারতে বাধ্য করানো ঝিনাইদহের মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ জানান, ছাত্রলীগ জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশের বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৭ ডিসেম্বর রাতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন উপজেলার যাদবপুর গ্রামের গিয়াস উদ্দিন। তার ছেলে এস এম সরকার ওরফে হোসাইন ঢাকায় চাকরি করেন। হোসাইন আওয়ামী লীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। বাবার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে আসেন। ফেসবুকে বিরুদ্ধে লেখার জের ধরে রাত ১২টার দিকে হাসপাতালে এসে অসুস্থ পিতার সামনেই ছেলে এস এম সরকার ওরফে হোসাইনকে নিজের গালে জুতা মারতে বাধ্য করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ। বিষয়টি ফেসবুক ও সংবাদমাধ্যমে প্রকাশিত হলে জেলা ছাত্রলীগ এই সিদ্ধান্ত নেয়।