মাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সদর উপজেলার পাজাখোলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলাম নবী (৬৫) ও বাবু বিশ্বাস (৪৫)। তাদের দুজনের বাড়িই চাঁদপুর গ্রামে। গুরুতর আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, মহম্মদপুর থেকে ছেড়ে আসা মাগুরামুখী যাত্রীবাহী বাস সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়।
মাগুরা সদর থানার ওসি মঞ্জুর আলম জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গোলাম নবী ও বাবু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাসের চালক পালিয়ে গেছে।