নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো নৌকার সমর্থকের  

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে হারান বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরও সাত জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। নিহত হারান বিশ্বাস ওই ইউনিয়নের কৃত্তিনগর আবাসনের মৃত বিলাত আলী বিশ্বাসের ছেলে। 

সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জুলফিকার কাইছার টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাতলাগাড়ী বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, শুক্রবার বাজারে মামুনের এক সমর্থকের সঙ্গে টিপুর সমর্থকের বাগবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা মিটিয়ে দেন। পরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত আট জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হারান বিশ্বাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হারান বিশ্বাস নৌকার সমর্থক ছিল।

ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।