ওমিক্রন পরীক্ষার ব্যবস্থা নেই খুলনা বিভাগে

কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত করার কোনও ব্যবস্থাই নেই খুলনা বিভাগে। এ জন্য সন্দেহজনক স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়।

শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বলেন, ‘সপ্তাহখানেক ধরে বিভাগে করোনা শনাক্তের মাত্রা কয়েকটি জেলায় বাড়তে শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি। খুলনা বিভাগে ওমিক্রন শনাক্তে পরীক্ষার কোনও ব্যবস্থা নেই। বাইরে দেশের থেকে কোনও ব্যক্তি খুলনা বিভাগে প্রবেশ করলে এবং তারা করোনা পজিটিভ হলে ওই স্যাম্পল আইইডিসিআরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘খুলনায় ওমিক্রন পরীক্ষার ব্যবস্থা না থাকায় করোনা পজিটিভ হওয়া স্যাম্পলগুলো ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। ওই জিনোম সিকোয়েন্সিং মেশিন ঢাকায় রয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার ২শ’ শয্যার ইউনিট থাকলেও বর্তমানে ১৩০ শয্যার কার্যক্রম চালু রয়েছে। চাপ বেড়ে গেলে অবশিষ্ট বেডগুলোও সক্রিয় করা হবে।’ 

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘করোনার চাপ নতুন করে বাড়তে থাকায় হাসপাতালের করোনা ইউনিটগুলো প্রস্তুত রাখা হয়েছে। এখন কেবল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট সক্রিয় রয়েছে।’