অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন বাংলা ট্রিবিউনের হেদায়েৎ হোসেনসহ তিন সাংবাদিক 

জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনা বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় খুলনার সিএসএস আভা সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অনুসন্ধানীমূলক সাংবাদিকতার জন্য তিন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। তারা হলেন কালের কণ্ঠের খুলনার প্রতিনিধি কৌশিক দে, মানবজমিনের মাগুরা প্রতিনিধি আলম তুহিন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা।

সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক নেতা বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল। পরিচালনায় ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার ও রুবিনা আক্তার। অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, সাংবাদিক তৌফিক আলী, সাংবাদিক গৌরঙ্গ নন্দী, সুজনের জেলা কমিটির সম্পাদক কুদরত ই খুদা, আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা জিন্নাত আরা আহমেদ, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আশিনুর রেজা ও সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। 

ভাষাসৈনিক লোকমান হাকিম, সাংবাদিক তোফাজ্জেল হোসেন ও আব্দুল করিমের মৃত্যুতে সেমিনারে শোক প্রস্তাব পেশ করেন সুজনের মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন। 

সেমিনারে অনলাইনে অংশ নেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দুর্নীতি দরিদ্রদের মুখের খাবার কেড়ে নিচ্ছে। দুর্নীতির কারণে দেশে উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দুর্নীতি আর বিচারহীনতা উগ্রবাদীদের প্রভাব বিস্তারে সহায়তা করে। সমাজে 'ওয়াচ ডগের' মতো কাজ করে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে। প্রয়োজনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এর মূল উৎপাটন করতে হবে। এ জন্য আরটিএ’র সহায়তা নিতে হবে। তবেই সমাজে সমতা আর শান্তি ফিরে আসবে। দিনব্যাপী এই সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলা থেকে আগত সাংবাদিক ও সুজন প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন: ১৪শ’ কোটি টাকা বরাদ্দে খুলনার খাল-নদী বাঁচবে তো?