সাতক্ষীরায় বাসের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার (১৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর পেয়ারাতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং শুকুর মোড়লের ছেলে মো. জিল্লুর রহমান মোড়ল (৫৮)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের মোজাম মোড়লের ছেলে মো. আবু তালেব (৭০)। তালা থানার ওসি মো. আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত বাসটি তালার জাতপুর ক্যাম্প পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। নিহতদের লাশ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ওই তিন মোটরসাইকেল আরোহী চুকনগর থেকে জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।