নড়াইলে হত্যা মামলায় এক ভাইয়ের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন 

নড়াইলে রেজাউল মোল্যা হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। রবিবার (২৩ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি. মো. মশিয়ার রহমান।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন যশোর জেলার অভয়নগর উপজেলার কামকুল গ্রামের সোনা মোল্যার ছেলে বাছের আলী মোল্যা। আর যাবজ্জীবনপ্রাপ্ত কামাল মোল্যা বাছেরের আপন ভাই। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, আসামি বাছের মোল্যা ও কামাল মোল্যা মামলার এজাহারকারী মো. বাবুল মোল্যার বিধবা বোনকে প্রায় উত্ত্যক্ত করতো। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের এজাহারকারী মো. বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যা আসামিদের তাদের বাড়িতে না আসতে এবং বিধবা ওই নারীকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এ কথায় ক্ষিপ্ত হয়ে গত ২০১৯ সালের ২৬ জুন রাতে আসামিরা ভিকটিম রেজাউলের বাড়িতে আসে এবং তাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসামি কামাল মোল্যা লাঠি দিয়ে রেজাউল মোল্যার মাথায় আঘাত করে। পরে অপর আসামি বাছের মোল্যা লোহার পেরেক লাগানো বাঁশ দিয়ে রেজাউলের বাম কানের উপরে আঘাত করে এতে তিনি মারাত্মক জখম হন। পরে আসামিরা তাকে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহত রেজাউলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে নড়াইল সদর হাসপাতাল আনলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়। এখানে পরদিন ২৭ জুন তারিখে তার মৃত্যু হয়। পরে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ওই দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।