যশোরে করোনা শনাক্তের হার ৪৭.৭৪ শতাংশ

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে যশোরেও সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪০৬টি নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ৪৭.৭৪ শতাংশ। 

যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) হতে ২৬৬টি নমুনা পরীক্ষায় ১০৮ জন, অ্যান্টিজেনে ১৪০টি নমুনায় শনাক্ত হয় ৮৬ জন। শনাক্তের হার ৪৭দশমিক ৭৪ শতাংশ।

করোনা প্রতিরোধে গঠিত জেলা কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে।