ভুল চিকিৎসায় ওটিতে রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালের দুই স্টাফ আটক

খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ের খানজাহান আলী হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) মো. ইলিয়াস হোসেন ফকির (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের দুই স্টাফকে আটক করেছে পুলিশ। 

রবিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ইলিয়াস হোসেন খুলনার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত হাবিবুর রহমান ফকিরের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, রোগীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিক্ষুব্ধ স্বজনদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের দুই স্টাফকে আটক করা হয়েছে। 

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মৃতের স্বজনরা জানিয়েছেন, রবিবার দুপুরে হার্নিয়া অপারেশনের জন্য ইলিয়াসকে খানজাহান আলী হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। তাকে একটি ইনজেকশন দেওয়ার পর খিচুনি শুরু হয়। অপারেশন কক্ষে উপস্থিত চিকিৎসক ও নার্স এ বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেননি। কিছু সময় পর ওটি টেবিলেই ইলিয়াসের মৃত্যু হয়। খবর পেয়ে মৃতের স্বজনরা বিক্ষোভ শুরু করেন। এ সময় হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়লে চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্টাফ পালিয়ে যান।

ইলিয়াসের বড় ভাই সোহরাব হোসেন বলেন, ইলিয়াসের তিন সন্তান। তাদের কি হবে? ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। আমরা আইনের আশ্রয় নেবো। দোষী চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।