বাগেরহাটে ঊর্ধ্বমুখী সংক্রমণ, শনাক্তের হার ৩২ শতাংশ

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৮টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩২ দশমিক শূন্য ৫ শতাংশ।

সোমবার (২৪ জানুয়ারি) জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, বাগেরহাটের মোল্লাহাটে ৬, চিতলমারীতে ৩, ফকিরহাটে ৭, মোংলায় ২, কচুয়ায় এক ও বাগেরহাট সদর উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৭ হাজার ১৫০ জনের। মোট ১৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন।

জেলা সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যত্রতত্র ঘোরাফেরা করায় দ্রুত সংক্রমণ বাড়ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।