রূপসায় শিক্ষকের পিটুনিতে জ্ঞান হারানো সাব্বির হাসপাতালে

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামে মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. মেহেদী হাসান কর্তৃক সাব্বির রহমান নামের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সাব্বির গত তিন বছর ধরে ওই মাদ্রাসায় লেখাপড়া করছে। সে ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর মেঝোঝিলা নিবাসী মো. রউফ শেখের ছেলে। 

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে শিশুটির মা বাদী হয়ে রূপসা থানায় এজাহার দায়ের করেছেন। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানান ও দায়ী মাদ্রাসা শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেন।

নির্যাতনের শিকার ছাত্র সাব্বির রহমান (১১) বলেন, গত ২২ জানুয়ারি বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মেহেদী আমার ওপর নির্যাতন চালান। নির্যাতনের পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এক পর্যায়ে জ্ঞান ফিরলে পালিয়ে গ্রাম আনন্দনগরের বাড়িতে চলে যাই। সেখান থেকে বাবা-মা আমাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

তার শরীরে নির্মম নির্যাতনের দাগ দেখা গেছে। যা দেখে কর্তব্যরত চিকিৎসক হতবাক হন। 

রূপসা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে এজাহার দায়ের করেছেন শিশুটির মা।