বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে ফিরলেন জেলে

সুন্দরবনে বাঘের সঙ্গে যুদ্ধ করে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন আবু হায়াত ঢালী নামে এক জেলে। রবিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দাড়গাঙ বড়খাল এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন-উর-রশিদ জানান, সোমবার ভোরে সহকর্মীরা তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন।

আবু হায়াত ঢালী সাতক্ষীরার শ্যামনগরের ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেংরাখালি গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে।

দাড়গাঙ বড় খালে মাছ ধরার সময় আবু হায়াত বাঘের আক্রমণের শিকার হন বলে জানান সহযোগী বাবলু সানা।

অপর সহযোগী নুর ইসলাম বলেন, ‘সুন্দরবনে মাছ ধরার সময় আবু হায়াতের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। এ ঘটনায় আমরা চিৎকার করতে থাকি এবং হাতে থাকা বৈঠা নিয়ে বাঘটিকে আঘাত করি। তখন বাঘটি আবু হায়াতকে রেখে পালিয়ে যায়।’

হারুন-উর-রশিদ জানান, গত ২৯ জানুয়ারি কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাঙ গ্রামের বাবলু, একই গ্রামের নুর ইসলাম এবং ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেংরাখালি গ্রামের আবু হায়াত ঢালী একসঙ্গে মাছ ধরতে সুন্দরবনে যান। সকালে খবর পেয়েছি আবু হায়াত ঢালী বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সহকর্মীরা তাকে উদ্ধার করেন। তিনি বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এর আগে, আবু হায়াত ঢালীর চাচা টেংরাখালি গ্রামের আনসার ঢালী সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেন।