পাউরুটির সঙ্গে বিষ মিশিয়ে ১৫টি কুকুর হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিষপান করিয়ে ১৫ কুকুরকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কীটনাশক ব্যবসায়ী আব্বাস আলীর বিরুদ্ধে। কুকুরের কামড়ে ক্ষিপ্ত হয়ে তিনি এই কাজ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আব্বাস আলী আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামের মৃত মকছের আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, ‘তিন-চার দিন আগে রাস্তার পাশে আব্বাসকে একটি কুকুর কামড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পাউরুটির সঙ্গে বিষ মিশিয়ে গ্রামের ১৫টি কুকুর হত্যা করেন তিনি।’

সোনাতনপুর গ্রামের বাসিন্দা কুদ্দুস মিয়া বলেন, ‘মঙ্গলবার রাতেও একটি মা কুকুরকে বিষযুক্ত পাউরুটি দিয়ে মেরে ফেলেছেন আব্বাস। বাচ্চা কুকুরগুলো সারাদিন মাকে খুঁজছিল। হয়তো তারাও মারা যাবে।’

কেয়ার ফর আনক্লেইমড বিস্টের (কাব) সভাপতি বখতিয়ার হামিদ বলেন, ‘অসহায় কুকুরগুলোকে বিষ দিয়ে যিনি হত্যা করেছেন, তিনি একজন বিকৃত মানসিকতার মানুষ। তাকে আইনের মাধ্যমে শাস্তি না দিলে এমন ঘটনা আরও ঘটবে।’

অভিযুক্ত আব্বাস আলী কুকুর হত্যার বিষয়টি স্বীকার করে বলেন, ‘কয়েকদিন আগে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাকে কুকুর কামড়ায়। গ্রামের আর কাউকে যেন কুকুর কামড়াতে না পারে সেজন্য বিষ দিয়ে কুকুরগুলোকে মেরে ফেলেছি।’

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর বলেন, কুকুর হত্যার বিষয়টি আমি শুনেছি। এটি দুংখজনক ঘটনা, প্রাণী হত্যা অপরাধ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিবেদন পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।