তলা ফেটে কয়লা নিয়ে ডুবলো নোঙর করা জাহাজ

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (৫ মার্চ) বিকালে ভাটপাড়া এলাকায় ভৈরব নদে এমভি সুরাইয়া নামের জাহাজটি এক হাজার ১৬০ মেট্রিক টন কয়লাসহ ডুবে যায়।

আমদানিকারক প্রতিষ্ঠান আফিল ট্রেড ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখান থেকে ছোট কার্গো জাহাজ এম ভি সুরাইয়াতে করে ২৮ ফেব্রুয়ারি সকালে হাড়বাড়িয়া থেকে রওনা দেয়। পরদিন ১ মার্চ রাতে অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। আজ ১২টার দিকে নদে ভাটা ছিল। এ সময় কার্গো জাহাজটির তলা ফেটে আস্তে আস্তে ডুবে যেতে থাকে।

jashar

জাহাজের মাস্টার সোহাগ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ভৈরব নদের ঘাটে বাঁধা জাহাজটি কয়লা নামানোর অপেক্ষায় ছিল। বিকাল ৩টার দিকে জোয়ারে জাহাজটি নদের পানিতে সম্পূর্ণ ডুবে যায়।’

আফিল ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রায় আড়াই কোটি টাকার কয়লা ছিল জাহাজে। জাহাজটি নদে ডুবে যাওয়ায় সব কয়লা ভিজে গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হবে তা এই মুহূর্তে বলা সম্ভব না।

এদিকে, বৃহস্পতিবার তলা ফেটে মোংলা বন্দরের পশুর নদীতে কয়লাবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে যেটির উদ্ধারকাজ এখনও শুরুই হয়নি