X
শুক্রবার, ২৭ জুন ২০২৫
১৩ আষাঢ় ১৪৩২

বিএসসির বহরে যুক্ত হচ্ছে নতুন দুটি জাহাজ, দরপত্র আহ্বান

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৭ জুন ২০২৫, ১৯:২৪আপডেট : ২৭ জুন ২০২৫, ২০:১১

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে শিগগিরই যুক্ত হচ্ছে আরও দুটি জাহাজ। নিজস্ব অর্থায়নে জাহাজ দুটি কিনছে বিএসসি। ইতোমধ্যে জাহাজ কিনতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরেই নতুন দুটি জাহাজ যুক্ত হবে বিএসসির বহরে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএসসি’র সূত্র জানিয়েছে, বিএসসি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কেনার জন্য গত ৪ জুন থেকে দরপত্র বিক্রি শুরু করেছে। ১৫ জুলাই পর্যন্ত দরপত্র গ্রহণ করা হবে, ১৬ জুলাই দরপত্র খোলা হবে। এরপর ১৭ জুলাই থেকে দরপত্র যাচাই-বাছাই শেষে মনোনীত দরদাতাকে কার্যাদেশ দেওয়া হবে। জাহাজ দুটি হবে বাল্ক ক্যারিয়ার। যার ধারণক্ষমতা হবে ৫৫ হাজার থেকে ৬৬ হাজার টনের মধ্যে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে বিএসসির বহরে পাঁচটি জাহাজ রয়েছে। নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে সবচেয়ে গ্রহণযোগ্য প্রতিষ্ঠানকেই জাহাজ কেনার কার্যাদেশ দেওয়া হবে। আশা করছি সব ঠিক থাকলেই আগামী সেপ্টেম্বরের মধ্যে জাহাজ দুটি দেশে আসবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার মাত্র এক বছর পর ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বিএসসি। ১৯৭২ সালে ‘বাংলার দূত’ ও ১৯৭৩ সালে ‘বাংলার সম্পদ’ নামে জাহাজ যুক্ত হয় বিএসসিতে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএসসি এ পর্যন্ত ৪৪টি জাহাজ সংগ্রহ করে। বয়সের কারণে একের পর এক স্ক্র্যাপ হওয়া এবং দুর্ঘটনাজনিত কারণসহ ২০২৪ সাল পর্যন্ত ৩৯টি জাহাজ বিক্রি করা হয়। গেলো বছরের অক্টোবরে মাত্র এক সপ্তাহের মধ্যে ৩৭ বছরের পুরনো এমটি বাংলার সৌরভ ও এমটি বাংলার জ্যোতি জাহাজ দুটি অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুটি জাহাজ স্ক্র্যাপ হিসেবে পরবর্তী সময়ে ৫৫ কোটি টাকায় বিক্রি করে দেওয়া হলে বিএসসিতে জাহাজের বহর নেমে আসে মাত্র পাঁচটিতে। 

বর্তমানে বিএসসির বহরের জাহাজগুলো হলো এমভি বাংলার জয়যাত্রা, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রগতি, এমটি বাংলার অগ্রযাত্রা এবং এমটি বাংলার অগ্রদূত।

এর মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরে সর্বোচ্চ ২৪৯ কোটি ৬১ লাখ টাকা বার্ষিক মুনাফা করেছে বিএসসি। এটি সংস্থাটির ৫৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফার মাইলফলক বলছেন সংশ্লিষ্টরা। এর আগের বছর ২০২২-২০২৩ অর্থবছরে ২৪৬ কোটি ২৯ লাখ টাকা নিট মুনাফা করেছিল।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মোংলা বন্দরের পশুর নদীর চরে ডুবে গেছে কার্গো জাহাজ
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে জরিপ ও গবেষণা জাহাজ, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পাট-বস্ত্র-সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পাট-বস্ত্র-সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ শিশুর ১৩ দিন পর মৃত্যু
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ শিশুর ১৩ দিন পর মৃত্যু
শুধু ক্রিকেটারদের দোষ দিলে সেটা আমি মানতে নারাজ: তাইজুল
শুধু ক্রিকেটারদের দোষ দিলে সেটা আমি মানতে নারাজ: তাইজুল
নতুন চ্যালেঞ্জের মুখে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি, ঝুঁকিতে চার এমপি
রিফর্ম ইউকের উত্থানের পূর্বাভাসনতুন চ্যালেঞ্জের মুখে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি, ঝুঁকিতে চার এমপি
সর্বাধিক পঠিত
জাতীয়করণ নয়, এমপিওভুক্তির আওতায় আসছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা
জাতীয়করণ নয়, এমপিওভুক্তির আওতায় আসছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা
বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয়: দ্য ইকোনমিস্ট
বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয়: দ্য ইকোনমিস্ট
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য নতুন এমপিও নীতিমালা জারি
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য নতুন এমপিও নীতিমালা জারি
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ