নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে অস্ত্র মামলায় আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ মামলার দুই আসামি মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই আদেশ দেন। আক্তারুজ্জামান বাবুল পলাতক রয়েছে।

নড়াইল দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নড়াইল শহরের ভওয়াখালী এলাকার একটি বাড়িতে অস্ত্র বেচাকেনা চলছে। এ সময় পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে কোবরা বাবুল, মাসুম ওরফে গ্রিল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে গ্রেফতার করে। তাদের তল্লাশি করে বাবুলের কাছ থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা করে পুলিশ। সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।