দ্রব্যমূল্যের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় পার্টির

তেল, গ্যাস, চাল, চিনিসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা জাতীয় পার্টি মিছিল ও মানববন্ধন করেছে। দ্রব্যমূল্যের দাম না কমালে এই কর্মসূচি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে জজ কোর্টের সামনে থেকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসানের নেতৃত্বে মিছিলটি বের হয়ে প্রেস ক্লাবের সামনে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল সায়ফিন সাইফ, আছাদুজ্জামান, আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘বর্তমান সরকার তেল, গ্যাস, চাল, চিনিসহ নিত্যপণ্যের দাম কয়েকগুণ বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। রমজানের আগে দ্রব্যমূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে না আনা হলে জাতীয় পার্টি অন্যতম শক্তি, সেটি আবারও রাজপথে আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেবে।’