টিকা নিতে গিয়ে ভবন থেকে পড়ে নারীর মৃত্যু 

করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিতে গিয়ে দোতলার রেলিং থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনে (মাধ্যমিক বিদ্যালয়) এ ঘটনা ঘটে।

মৃতের নাম আঞ্জুয়ারা খাতুন আঞ্জু (৩৫)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আবুজার মোড়লের মেয়ে। তিনি বুদ্ধি প্রতিবন্ধী বলে জানা গেছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক লক্ষী রানী মন্ডল জানান, মঙ্গলবার সকাল ১০টার থেকে থেকে হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনের দ্বিতীয় তলা তলায় মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের জনসাধারণের জন্য করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। বেলা ১১টা ৪০ মিনিটে হরিনগর গ্রামের চায়না খাতুন তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আঞ্জুয়ারা খাতুনকে রেলিংয়ের পাশে বেঞ্চে বসিয়ে রাখেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই আঞ্জুয়ারা রেলিং টপকে নিচে পড়ে যান।

চায়না খাতুন জানান, টিকা নিতে এসে তার মেয়ে বেঞ্চ থেকে উঠে রেলিংয়ের ওপর ওঠার চেষ্টা করে। একপর্যায়ে নিচে পড়ে মারা যায়।

হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, আঞ্জুয়ারা দোতলা থেকে পড়ে যাওয়ার সময় তিনি অফিসে ছিলেন। খবর পেয়ে ছুটে আসেন হরিনগর নৌপুলিশ ফাঁড়ির এসআই তারক চন্দ্র বিশ্বাস। আঞ্জুয়ারাকে মারাত্মক জখম অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

হরিনগর নৌপুলিশ ফাঁড়ির এসআই তারক চন্দ্র বিশ্বাস জানান, চায়না খাতুন তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ন্ত্রণে না রাখতে পারায় এই দুর্ঘটনা ঘটেছে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, কেন্দ্রে কারও গাফিলতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।