জার্মানির মতো অবস্থা যাতে বাংলাদেশে না হয়: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বলেছেন, ‘জার্মানি ৮০ বছর আগে ধর্মীয় উগ্রবাদের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল। জার্মানির মতো এমন অবস্থা যাতে না হয় সেজন্য বাংলাদেশে কাজ করছে জার্মান সরকার। ধর্মীয় উগ্রবাদ নির্মূলে জার্মান সরকারের অর্থায়নে ব্রেইভ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার কথা শুনে আমি অভিভূত হয়েছি। জার্মান সরকার এমন একটা প্রকল্পের সঙ্গে থাকতে পেরে আমিও গর্বিত।’

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্টের’ উদ্যোগে ‘উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত এলাকা’ সৃষ্টির অভিজ্ঞতা বিনিময় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাগেরহাট জেলা প্রশাসক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাষ্ট্রদূতের সহধর্মিণী ও ব্রেইভ প্রকল্পের উপদেষ্টা বেট্রিনা ট্রোস্টার, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার।

জার্মান সরকারের অর্থয়ানে বাগেরহাট জেলার তিন উপজেলার ২৬ ইউনিয়নে ২০২০ সাল থেকে দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবীরা উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত এলাকা সৃষ্টিতে কাজ করেছে। বিকালে জার্মান রাষ্ট্রদূত বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়াম ব্রেইভ প্রকল্পের প্রায় ৩০০ তরুণদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।