কর্মস্থলে ফেরা হলো না পুলিশ সদস্য আবু বক্করের

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৫৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ২টায় দামুড়হুদা-দর্শনা সড়কের রাজা ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

আবু বক্কর সিদ্দিক দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে কর্মস্থল কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন আবু বক্কর। দামুড়হুদা উপজেলার রাজা ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে একই দিক থেকে আসা একটি মহিষবাহী লাটাহাম্বার (শ্যালোইঞ্জিন চালিত গাড়ি) নিচে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, আবু বকরের পেটের ডান দিকে আঘাত লাগে। ধারণা করা হচ্ছে, এতে তিনি মারা গেছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, চুয়াডাঙ্গা থেকে প্রয়োজনীয় কাজ শেষে কর্মস্থলে ফিরছিলেন আবু বক্কর। হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক। এ সময় তিনি সাংবাদিকদের জানান, আবু বকর হেলমেট পরে আইনকানুন মেনেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান শুরু হয়েছে।