দুই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্যসেবায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খুলনা বিভাগের মধ্যে যশোরের কয়েকটি হাসপাতাল ‌‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ পেয়েছে। এর মধ্যে দুটি ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এবার ৪৭টি প্রতিষ্ঠানকে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ দেওয়া হয়েছে। দুটি ক্যাটাগরিতে ১০টি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কাজের মূল্যায়নে পুরস্কার দেওয়া হয়। কমিউনিটি সার্ভিস দেওয়া ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশের মধ্যে প্রথম হয়েছে। আর হাসপাতালে স্বাস্থ্য সেবাদান ক্যাটাগরিতে হয়েছে তৃতীয়। 

এদিকে, হাসপাতালে স্বাস্থ্য সেবাদান ক্যাটাগরিতে চৌগাছা প্রথম, অভয়নগর পঞ্চম, ঝিকরগাছা সপ্তম স্থান এবং জেলাভিত্তিক স্বাস্থ্যসেবায় যশোরের সিভিল সার্জন অফিস দ্বিতীয় হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়। স্বাস্থ্যসেবায় বিভাগ হিসেবে খুলনা বিভাগ প্রথম হয়েছে। এই বিভাগের সাতক্ষীরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা যথাক্রমে তৃতীয়, প্রথম ও পঞ্চম হয়েছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাফল্যের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. আলমগীর বলেন, ২৭০টি বিষয়ের ওপর মূল্যায়ন করে পুরস্কার দেওয়া হয়। এর প্রতিটি বিষয়কেই আমাদের হাসপাতালে গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে আসা-যাওয়ার বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হয়। এক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরা অনেকটা সহায়তা করেছে। সেবাদানের ক্ষেত্রে কোনও আপস করা হয় না কখনও। সবমিলে এই অর্জন।

তিনি আরও বলেন, আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে তৃতীয় স্থান থেকে আরও ভালো করা। আমাদের যেসব দুর্বলতা আছে, সেগুলো কাটানোর দিকে নজর দিতে হবে। যে সাফল্যটা পাওয়া গেছে, সেটা ধরে রাখা হবে। সাফল্যের ধারাবাহিকতাটা কীভাবে বজায় থাকে, সেদিকে বেশি নজর দিকে হবে।