ডেনমার্কের রাজকুমারী শ্যামনগরে

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ এলাকায় এসেছেন। বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১২ মিনিটে এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে অবতরণ করেন তিনি। 

সেখান থেকে তিনি গাড়িতে তিন কিলোমিটার দূরে শ্যামনগরের কুলতী গ্রামে যাবেন। পরে ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে হাঁটবেন এবং জলবায়ু ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকা ঘুরে দেখবেন। ওই এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধও পরিদর্শন করবেন রাজকুমারী। এ সময় তিনি বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন। 

দুপুরে স্থানীয় বরসা রিসোর্টে মধ্যাহ্নভোজ করবেন। এছাড়া সুন্দরবন ভ্রমণ করবেন এবং বন বিভাগের লোকজনের সাথেও কথা বলবেন রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।

এদিকে তার আগমন উপলক্ষে শ্যামনগর উপকূলের সর্বত্র কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজকুমারীর আগমনে সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা  বিরাজ করছে।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে এসএসএফ। জেলা ও থানা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘নিরাপত্তার জন্য সরকারের প্রায় গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান এখন সাতক্ষীরা উপকুলে। তারা এবং জেলা প্রশাসন অতিথি’র সব আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজই সুন্দরবন ভ্রমণ সেরে দুপুরের খাবার খেয়ে ডেনমার্কের রাজকুমারী রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে।’