সাতক্ষীরায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সাতক্ষীরায় সকাল থেকে হালকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে সাতক্ষীরা শহর ও সুন্দরবন উপকূলীয় এলাকায়। 

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে নয়, এটা স্বাভাবিক বৃষ্টি। ঘূর্ণিঝড় ‌‌‘অশনি’ সাতক্ষীরা উপকূল থেকে এক হাজার ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

সোমবার (৯ মে) সকাল ১০টা থেকে হালকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি শুরু হয়। এদিকে সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছে জেলার আম ও ধান চাষিরা। অনেক চাষির ধান কাটা হলেও বৃষ্টির কারণে তা মাঠেই রয়েছে। ঝড়ের খবরে চিন্তিত জেলার আম চাষিরা।

সাতক্ষীরা শহর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় ঘন মেঘ দেখা যাচ্ছে

সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধান চাষি আব্দুল জলিল বলেন, ‘গতকাল ধান কেটেছিলাম। বৃষ্টি কারণে মাঠের অনেক ধান ঘরে তুলতে পারিনি। আমার মতো অনেকের একই অবস্থা।’

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, ‘সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি এখনও সাতক্ষীরা উপকূল থেকে এক হাজার ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ যে বৃষ্টি হচ্ছে এটা ঝড়ের প্রভাবে বলা যাচ্ছে না। চারিদিকে অনেক মেঘ। ঝড়ের বর্ধিত অংশে কিছু মেঘ এই দিকে চলে এসেছে, যে কারণে বৃষ্টি হচ্ছে।’