দুই দোকানে মিললো ১৪৬০ লিটার সয়াবিন তেল

সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন মেসার্স আরএস এন্টারপ্রাইজ ও সুলতানপুর বড়বাজারের মেসার্স নুরানী স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে এক হাজার ৪৬০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১৭ মে) বিকালে এ অভিযান পরিচালনা করে দোকান মালিককে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাতক্ষীরা জেলা উপ-পরিচালক নাজমুল হোসেন বলেন, ‘সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন আরএস এন্টারপ্রাইজে ভোজ্যতেল মজুত রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে আগের দামের এক হাজার ২৬০ লিটার বোতলজাত ভোজ্যতেল জব্দ করা হয়। পরে তা আগামী ২০ মের মধ্যে প্রান্তিক পর্যায়ের দোকানিদের মধ্যে সরবরাহ পূর্বক কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনার পাশাপাশি মালিক রিয়াজুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সুলতানপুর বড়বাজারের মেসার্স নুরানী স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ২০০ লিটার বোতলজাত ভোজ্যতেল জব্দ করা হয়। এ সময় সব তেল গায়ে লেখা দাম অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। এর আগেও ১১ মে নুরানী স্টোরে অভিযান চালিয়ে ২৭০ লিটার তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ওই সময় স্টোরের মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’