অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আশরাফুন্নেছা (৪২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মে) ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত অভিযোগে ওই গৃহবধূর স্বামী শফিকুলকে আটক করেছে পুলিশ।

শফিকুল পার্শ্বেমারী গ্রামের মৃত ফটিক গাজীর ছেলে। আশরাফুন্নেছা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। 

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, আশরাফুন্নেছা শফিকুলের প্রথম স্ত্রী। তাদের দুই ছেলে ও চার মেয়ে আছে। সম্প্রতি ফুলমতি নামে এক নারীকে বিয়ে করেন তিনি। এতে পারিবারিক কলহ দেখা দেয়। আজ ভোরে আশরাফুন্নেছাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা শফিকুলকে আটক করে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।