আদালত চত্বরে আসামির ঘুষিতে ২ পুলিশ সদস্য আহত

আসামির কিল-ঘুষিতে আহত হয়েছেন আদালতে দায়িত্বরত দুই পুলিশ সদস্য। রবিবার (২৯ মে) দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন আদালতে চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় আব্দুল মাবুদ নামে ওই আসামিকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করে আব্দুল মাবুদকে কারাগারে পাঠানো হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন– পুলিশ কনস্টেবল আজিম ও রেজাউল ইসলাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, আসামি মাবুদ স্ত্রীর দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন। তিনি গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

আহত পুলিশ সদস্যরা জানান, আব্দুল মাবুদের স্ত্রী হাড়িয়াদহ গ্রামের জেসমিন খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে মাবুদ আদালতে হাজিরা দিতে যান। মামলায় বাদীপক্ষের কয়েকজন সাক্ষ্য দিতে যান। তাদের উচ্চস্বরে হুমকি দেন মাবুদ। একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়লে আদালতে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্য তাকে শান্ত করার চেষ্টা করেন। এতে মাবুদ দুই পুলিশ সদস্যের ওপর উত্তেজিত হয়ে হামলা চালিয়ে উপর্যুপরি কিল-ঘুষি মেরে পালানোর চেষ্টা করেন। এ সময় আদালতে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে  আসামি আব্দুল মাবুদের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে সদর থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।