এবার ড্রাম বিস্ফোরণে প্রাণ গেলো একজনের

যশোরের শার্শা উপজেলার বেনাপোলের পোর্ট থানার বালুন্ডা গ্রামে একটি ওয়ার্কশপে ড্রাম কাটার সময় বিস্ফোরণে ইমন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে স্থানীয় একটি বাজারে একটি পুরাতন ড্রাম ওয়ার্কশপে কেটে চালের ড্রাম তৈরি করতে গেলে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এ সময় ইমন মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা জানান, বালুন্ডা বাজারে আশিস বাবু নামে একটি ওয়ার্কশপে কাজ করতেন ইমন। স্থানীয় এক ব্যক্তি বাগআঁচড়া বাজার থেকে একটি ড্রাম কিনে ওই ওয়ার্কশপে যান। সেটিকে কেটে চালের ড্রাম করে দেওয়ার জন্য বলেন। সেটি কাটার পরপরই বিস্ফোরণ ঘটে। ওয়ার্কশপ মালিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, ড্রাম কাটার সময় তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক ইমন মারাত্মক আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।