চিংড়ি ঘেরে মিললো বিলুপ্ত প্রজাতির কচ্ছপ

বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘেরের বাঁধের ওপর থেকে একটি বিলুপ্ত প্রজাতির সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরে এটি সুন্দরবনের করমজলের সেফটি পুকুরে অবমুক্ত করেছে বনবিভাগ। 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ কবির জানান, রামপাল উপজেলার রনসেন গ্রামের মো. আশিকের চিংড়ি ঘেরের বাঁধের ওপরে বৃহস্পতিবার রাতে সন্ধি কচ্ছপ দেখতে পান ঘেরের কর্মচারী তহিদুল গাজী। এরপর শুক্রবার (২৪ জুন) দুপুরে সেখান থেকে উদ্ধার করেন। শুক্রবার (২৪ জুন) বিকালে কচ্ছপটি বনে ছেড়ে দেওয়া হয়। 

তিনি আরও জানান, সন্ধি প্রজাতির কচ্ছপ মূলত জলাশয়ে বিচরণ করে থাকে। এটি মিষ্টি ও লবণ পানির জলাশয়ে এখনও দুই-একটি দেখা যায়। সন্ধি কচ্ছপও বিলুপ্ত প্রায়। এসব প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। কিন্তু কালের বিবর্তনে জলবায়ুর বিরুপ প্রভাব ও মানুষ ধরে মেরে ফেলায় আজ বিলুপ্তপ্রায়। পরিবেশ থেকে এমন বিভিন্ন প্রাণির বিলুপ্তি হওয়ায় নানা ধরনের রোগবালাই দেখা দিচ্ছে।