ফেসবুকে বিতর্কিত পোস্টের জেরে কলেজে হামলা, তদন্তে কমিটি  

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে অসম্মান এবং কলেজ ক্যাম্পাসে ভাঙচুর, অগ্নিসংযোগসহ শিক্ষার্থীর দেওয়া বিতর্কিত ফেসবুক পোস্টের বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (২৭ জুন) তিন সদস্যের তদন্ত কমিটি কলেজ ক্যাম্পাসে পৌঁছে তদন্ত কাজ শুরু করেছে বলে জানান জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকউদ্দিন মিয়া। 

তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, সদর থানার ওসি শওকত কবীর ও জেলা শিক্ষা অফিসার এসএম সাইদুর রহমানকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। তারা তদন্ত শেষে এ বিষয়ে প্রতিবেদন দেবেন। 

এদিকে ভারতের রাজনীতিবিদ নূপুর শর্মার ছবি ব্যবহার করে তার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করায় গ্রেফতার কলেজছাত্রের রিমান্ড মঞ্জুর করেননি আদালত। রবিবার (২৬ জুন) আমলী আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শওকত কবির।

এরআগে, ১৮ জুন সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ওই শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ওই শিক্ষার্থী নিজ ফেসবুক আইডি থেকে ভারতের রাজনীতিবিদ নূপুর শর্মার ছবি ব্যবহার করে তার বিতর্কিত মন্তব্যকে সমর্থন জানান। পোস্ট দেওয়ার পর গত ১৮ জুন সকালে ওই শিক্ষার্থী কলেজে আসে। তখন তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বলে। তবে সে পোস্টটি মুছেনি। পরে শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানান। এক পর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সব শিক্ষকদের পরামর্শে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন তারা। এছাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অভিযুক্ত শিক্ষার্থীর গলায় জুতারমালা পরিয়ে দেওয়া হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

স্থানীয়রা জানান, ঘটনার পরদিন ১৯ জুন দুপুরে মির্জাপুর কলেজের হলরুমে নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন।