ট্রলির চাপায় প্রাণ গেলো চাচাতো ভাই-বোনের

যশোর সদর উপজেলায় ইটবাহী ট্রলির চাপায় দুই শিশু নিহত হয়েছে। তারা হলো- তাহিয়া আক্তার (৪) ও আবু হুরাইরা (২)। রবিবার (১৭ জুলাই) ভোরে সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাহিয়া নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামের কামাল হোসেনের মেয়ে ও হুরাইরা জামাল হোসেনের ছেলে। তারা চাচাতো ভাই-বোন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার জিরাট গ্রামের কামাল হোসেনের একটি ইটবাহী ট্রলি আছে। তার বাড়ির পাশে ইটভাটা রয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে ইটবাহী ট্রলি বাড়ির সামনের সড়কে ঘুরাচ্ছিলেন চালক। কামাল পাশে দাঁড়িয়ে চালককে ট্রলিটি ঘোরানোর নির্দেশনা দিচ্ছিলেন। 

এ সময় পেছন দিক থেকে তাহিয়া ও হুরাইরা সড়কের ওপর উঠে ট্রলি ঘোরানো দেখছিল। হঠাৎ পেছন দিকে চলতে থাকা ট্রলিটি তাদের শরীরের ওপর উঠে পড়ে। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যায়।

যশোর কোতোয়ালি থানার এসআই সালাউদ্দীন খান বলেন, ট্রলির চাকায় পিষ্ট হয়ে তাহিয়া ও হুরাইরা নিহত হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।