‘রামু, নাসিরনগর ও দিঘলিয়া সাহাপাড়ার ঘটনায় যোগসূত্র খুঁজে পাওয়া যায়’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রামু, নাসিরনগর ও নড়াইলের দিঘলিয়া সাহা পাড়ার ঘটনায় যোগসূত্র খুঁজে পাওয়া যায়। এসব ঘটনা পরিকল্পিত। এসবের ঘটনার উদ্দেশ্য একটাই, আমাদের সমাজে সাম্প্রদায়িক বীজ বপন করা, দেশকে অস্থিতিশীল করে সরকারকে বিব্রত করা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, এখানে (নড়াইলের দিঘলিয়া) যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘটনা শোনার পরই দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা চাই এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের একটাই কথা অপরাধীদের এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ।