মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি ফজর আলীকে ৭৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুরের মামুদকাটি গ্রামে বড় জামাতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফজর আলী মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আজগার আলীর ছেলে। তিনি গোবিন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। মণিরামপুর উপজেলার তালিকাভুক্ত রাজাকারের তালিকায় ১৪৩ নম্বরে তার নাম রয়েছে। শনিবার তাকে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

পুলিশ জানায়, ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ফজর আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার উপজেলার মামুদকাটি গ্রামের মাদ্রাসাশিক্ষক বড় জামাতা আখতারুল ইসলামের বাড়িতে তিনি যান। খবর পেয়ে শুক্রবার রাতে গ্রেফতারি পরোয়ানামূলে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানায় আনার পর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. আলাউদ্দিন এসে তাকে শনাক্ত করেন। এ ছাড়া মামলার সাক্ষী গোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আব্দুস জব্বার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহিমও তাকে শনাক্ত করেন।

মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজর আলীকে আজ ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।