প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। রাজস্ব বাজেটের আওতাধীন রবি, খরিপ-১ ও খরিপ-২ মৌসুমের প্রকল্পের আওতায় তাদের এই অর্থ দেওয়ার কথা ছিল।

প্রান্তিক কৃষকের ধান, সরিষা ও ভুট্টা পরিচর্যা বাবদ ১৫শ’ টাকা দেওয়ার কথা থাকলেও কৃষকদের ১৪শ’ টাকা করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কালীগঞ্জ নিমতলা মসজিদ সংলগ্ন মোবাইল ব্যাংকিং সেবাদানকারী একটি দোকান থেকে কৃষি অফিস থেকে আনা টোকেন জমা দিয়ে নগদ অথবা বিকাশের মাধ্যমে ১৪শ’ টাকা করে দেওয়া হয়েছে।

২০২১-২২ অর্থবছরে মোট ৩৩৩ জন কৃষক এই সুবিধার আওতায় আসলেও ২৪৩ জনকে ১০০ টাকা কম করে দেওয়ার অভিযোগ তুলেছে কৃষকরা। তাদের অভিযোগ, এই প্রকল্পে ২৪৩ জন কৃষকের কাছ থেকে ২৪ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয়েছে।

সরজমিনে উপজেলার নিয়ামতপুর, রাখালগাছি ইউনিয়নের কৃষক রকিব, মোমিনুর, নুরুল মালিতা, রতন ঘোষ, হামিদ, চানদালী ও সমির খাঁ’র সঙ্গে কথা হলে তারা জানান, আমরা বিকাশের মাধ্যমে ১৪শ’ টাকা পেয়েছি। খরচ বাদে এক হাজার ৩৭০ টাকা উঠাতে পেরেছি। অথচ আমাদের ১৫শ’ টাকা করে প্রত্যেক কৃষকের পাওয়ার কথা ছিল বলে শুনেছি। সরকার আমাদের জন্য টাকা দিচ্ছে। তার মধ্যে আবার ১০০ টাকা করে কেন কেটে রাখবে?

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো. মোহায়মেন আক্তার কৃষকের অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এই প্রকল্পে ২৪ হাজার ৬০০ টাকা অতিরিক্ত আছে। অডিট খরচসহ আনুসঙ্গিক ব্যয় তো থাকেই। যে কারণে টাকাটা কেটে রেখেছি। বোঝেনই তো স্যাররা আছেন, তাদেরকে খুশি রাখতে হয়। অন্য উপজেলাগুলোতে  ১৫শ’ করে দিলেও তারা অন্য একটি প্রকল্পের টাকা থেকে এই প্রকল্পের খরচের টাকা সমন্বয় করে নেয়। আমি সেটা না করে এই প্রকল্পের খরচের টাকা এই প্রকল্প থেকেই কেটে রেখেছি। এটা নিয়ে যখন অভিযোগ আসছে তখন যাদের টাকা কেটে রাখা হয়েছে প্রত্যেককেই ১০০ টাকা করে আমি ফেরত দেবো। বিষয়টি ম্যানেজ করেন দয়া করে।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আজগর আলী বলেন, কৃষকের টাকা আত্মসাতের ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সত্যতা থাকলে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. মো. একলাছ উদ্দীন বলেন, এমন ঘটনা ঘটলে তা খতিয়ে দেখা হবে। এই ধরনের কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনও ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে কালীগঞ্জের প্রান্তিক কৃষকরা।