কমিশন ও ভাড়া না বাড়ানোর প্রতিবাদে খুলনায় ট্যাংকলরি ধর্মঘট

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ট্যাংকলরির ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি। 

ঘোষণা অনুযায়ী রবিবার (৭ আগস্ট) সকাল থেকে খুলনার ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের চার জেলায় তেল পরিবহন বন্ধ রয়েছে। তবে ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ থাকলেও পাম্প থেকে তেল বিক্রি চলবে।

ট্যাংকলরি মালিক সমিতির সচিব সরোজ দাশ জানান, ভোর থেকে বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি, খুলনা বিভাগ সব ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে। ২৪ ঘণ্টা এই ধর্মঘট পালন করা হবে। 

তিনি আরও জানান, তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া ও কমিশন বৃদ্ধি করা হয়নি। তাই ভাড়া ও কমিশন বৃদ্ধির দাবিতে এ ধর্মঘট চলছে।

জানা গেছে, বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের (পূর্ব মূল্য) ২.৭১ টাকা কমিশন দেওয়া হয়। অতীতে তারা (ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি) কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দফতরে (বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়) একাধিকবার আবেদন করেও কোনও ফলাফল পায়নি। উপরন্তু জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক গুণ বেড়েছে। কিন্তু তাদের কমিশনের বিষয়ে কোনও সিদ্ধান্ত দেওয়া হয়নি। 

এই পরিস্থিতিতে তারা  কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭.৫ শতাংশ হারে প্রদান ও ভাড়া বৃদ্ধির দাবিতে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে।